ঢাকা | জানুয়ারী ১৭, ২০২৬ - ৪:৩৫ অপরাহ্ন

শিরোনাম

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ১

  • আপডেট: Saturday, January 17, 2026 - 12:46 pm

ফটিকছড়ি, মু. আজিজ।

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল ও জীপের মুখোমুখি সংঘর্ষে মো. শাকিল (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আলাউদ্দিন তালুকদার (৩৯) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (তারিখ) সকাল সাড়ে ৭টার দিকে ফটিকছড়ি উপজেলার নানুপুর-খিরাম সড়কের লম্বাটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি জীপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী মো. শাকিল ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত আলাউদ্দিন তালুকদারের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সুমন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।