ঢাকা | জানুয়ারী ১৭, ২০২৬ - ৩:৩১ অপরাহ্ন

শিরোনাম

সুনামগঞ্জ–সিলেট মহাসড়কে বাস–পিকআপ সংঘর্ষে একজন নিহত 

  • আপডেট: Saturday, January 17, 2026 - 11:36 am

সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনা পরিবহনের একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি পিকআপ ভ্যানের চালক।

শনিবার সকালে ছাতকের গোবিন্দগঞ্জ এলাকার ঘোড়ারগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটি সড়কের পাশের একটি ছোট খালে পড়ে যায় এবং পিকআপটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আসা এনা পরিবহনের একটি বাস সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ৭ থেকে ৮ জন বিভিন্নভাবে আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এনা বাসের চালকও রয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, সকালে সুনামগঞ্জের ছাতক থানার ঘোড়াউগাঁও এলাকায় পিকআপ ও এনা পরিবহনের একটি বাসের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং চালক নিহত হন। এছাড়া পিকআপের সামনের সিটে থাকা অপর এক আরোহী এবং এনা পরিবহনের চালক গুরুতর আহত হয়েছেন।