২৫০ আসনে ১১ দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা
নিজস্ব প্রতিবেদক।। ১১ দলীয় জোটের আসন বণ্টনের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯ টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্যে’র বানারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯ আসন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০ আসন, খেলাফত মজলিস ১০, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭ আসন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২ ও নেজামে ইসলাম ২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বিজ্ঞাপন
এ ছাড়া, ইসলামী আন্দোলনের জন্য ৫০টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে এই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপির সভাপতি ড. কর্নেল অলি আহমদ, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, নাসীরউদ্দীন পাটোয়ারী, আসিফ মাহমুদ সজিব ভূইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মনজু, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি আনোয়ারুল ইসলাম চান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী প্রমুখ।
এদিকে খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি। এ বিষয়ে জাগপার মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ‘দেশের বৃহত্তর স্বার্থে আমি আমার আসন ছেড়ে দিয়েছি।’
তাহের বলেন, ‘আমরা আসন বণ্টনে ঐকমত্য হয়েছি। ছোটখাটো যে সমস্যা আছে তা প্রত্যাহারের শেষ সময়ে আগে ঠিক হয়ে যাবে। ’











