ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৬ - ১০:৫৮ অপরাহ্ন

শিরোনাম

বাঙ্গালহালিয়া আবাসিক হিন্দুপাড়া মা মগদ্বেশ্বরী মাতৃমন্দিরে ২৪তম মহোৎসব সম্পন্ন

  • আপডেট: Wednesday, January 14, 2026 - 6:54 pm

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া আবাসিক হিন্দুপাড়া সার্বজনীন শ্রী শ্রী মগদ্বেশ্বরী মাতৃমন্দিরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভ উত্তরায়ণ তিথিতে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী অখণ্ড হরিনামযজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠিত হয়।
মহোৎসব উপলক্ষে গত ১৩ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সংগীত অনুষ্ঠান ও গীতা পাঠ প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৭ ঘটিকার সময় মন্দির প্রাঙ্গণে এক মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উৎসব উদযাপন কমিটির সভাপতি প্রিয়লাল দত্ত।
অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। বিশেষ আলোচক ছিলেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভোদানন্দ মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুই খই মারমা, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি এস. এম. আলাউদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য জিকু কুমার দে, কালী মন্দির পরিচালনা উপদেষ্টা বিমল দেব, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হারাধন কান্তি দাস, মনোরঞ্জন দাস, অর্থ সম্পাদক লিটন কান্তি দাস, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন কান্তি দে, জিকু বসাক, লিটন দত্ত, বিকাশ বিশ্বাস, অজিত চন্দ্র তালুকদার, নয়ন চৌধুরী, জগদীশ দেবনাথ পুজন, সাংবাদিক মিন্টু কান্তি নাথসহ এলাকার সনাতনী নর-নারী ভক্তবৃন্দ।
মঙ্গলবার ও বুধবার দ্বিপ্রহরে শ্রী শ্রী মায়ের পূজা ও ভোগ নিবেদন শেষে দুপুর ও রাতে আনন্দ বাজারে অন্নপ্রসাদ আস্বাদন করা হয়। উৎসবে মহাপ্রসাদ গ্রহণে আগত ভক্তরা আনন্দ বাজারে অন্নপ্রসাদ আস্বাদন করেন।