বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের তিন মাসের অ্যাডহক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক।
বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল রাখার লক্ষ্যে তিন মাস মেয়াদি একটি অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ডা. কবির মো. আশরাফ আলম, এনডিসি স্বাক্ষরিত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। সার্কুলারে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩-এর ৯বি(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১৩ জানুয়ারি ২০২৬ থেকে ১২ এপ্রিল ২০২৬ পর্যন্ত তিন মাস মেয়াদের জন্য এ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদাধিকারবলে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন মোমেন চৌধুরী এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শহীদুর রহমান সোহেল।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন দেলোয়ার হোসাইন, ডা. মিতু ইসলাম, উমা সিং মারমা, এড. মধবী মারমা, আবুল বাশার নয়ন, ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক, খালেদ মোশাররফ মাসুদ এবং মোহাম্মদ আমান উল্লাহ।
সার্কুলারে আরও বলা হয়েছে, অ্যাডহক কমিটি মেয়াদ শেষ হওয়ার আগেই গঠনতন্ত্রের ৯বি(৩) ধারা অনুযায়ী নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে। নির্বাচিত কমিটির মেয়াদ গঠনতন্ত্রের ৯বি(৪) ধারা অনুযায়ী নির্ধারিত হবে।











