ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৬ - ১১:১৬ অপরাহ্ন

শিরোনাম

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মহালছড়ি উপজেলা প্রশাসনের উঠান বৈঠক

  • আপডেট: Tuesday, January 13, 2026 - 7:23 pm

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় মহালছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুড়াপাড়া যৌথ খামার এলাকায় মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে উপস্থিত সাধারণ ভোটারদের মাঝে গণভোট সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রায়হান। কীভাবে গণভোট প্রয়োগ করতে হবে এবং গণভোটে অংশগ্রহণ করলে দেশে শাসনের ভারসাম্য ফিরে আসবে—এসব বিষয়ে সচেতনমূলক কথা বলেন তিনি।
এ সময় মহালছড়ি উপজেলার মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা, যৌথ খামার পাড়া কার্বারী ভূমিকা ত্রিপুরা, শ্যামল ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও মোহাম্মদ আবু রায়হান বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। তাই গণভোট সম্পর্কে সঠিক ধারণা ও সচেতনতা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, গণভোটে অংশগ্রহণের মাধ্যমে জনগণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারে। এজন্য সবাইকে নির্ভয়ে ও সচেতনভাবে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
ইউএনও আরও বলেন, পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে এ ধরনের উঠান বৈঠক আয়োজন করা হবে। এতে করে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে।