নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান, জরিমানা ও কাঠ জব্দ
নিজস্ব প্রতবেদক।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবস্থিত অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতটি করাতকলের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু।
অভিযানকালে করাতকলগুলোর বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় কবির আহমদকে ৩ হাজার টাকা, সুগত বড়ুয়াকে ৫ হাজার টাকা, রহিম উদ্দিনকে ২ হাজার টাকা, গফুরকে ২ হাজার টাকা এবং আব্দুল হামিদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও দুই করাতকল মালিককে জরিমানাসহ মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় প্রায় ১০০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়।
অভিযানে নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তানভীর খলিলসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু বলেন, বন ও পরিবেশ সুরক্ষায় অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











