ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৬ - ১১:১৬ অপরাহ্ন

শিরোনাম

নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান, জরিমানা ও কাঠ জব্দ

  • আপডেট: Tuesday, January 13, 2026 - 7:23 pm

নিজস্ব প্রতবেদক।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবস্থিত অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতটি করাতকলের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু।
অভিযানকালে করাতকলগুলোর বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় কবির আহমদকে ৩ হাজার টাকা, সুগত বড়ুয়াকে ৫ হাজার টাকা, রহিম উদ্দিনকে ২ হাজার টাকা, গফুরকে ২ হাজার টাকা এবং আব্দুল হামিদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও দুই করাতকল মালিককে জরিমানাসহ মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় প্রায় ১০০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়।
অভিযানে নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তানভীর খলিলসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু বলেন, বন ও পরিবেশ সুরক্ষায় অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।