শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব স্মরণ মহোৎসবে চান্দগাঁও সাধুরপাড়ায় কৃতী সংবর্ধনা
ঝুলন দত্ত।
প্রিয়পরম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশন, চান্দগাঁও সাধুরপাড়ার উদ্যোগে গত ৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব স্মরণ মহোৎসব উপলক্ষে এক কৃতী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রকাশ দেব নাথের সভাপতিত্বে এবং সুমন কান্তি নাথের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল এবং শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কৃতী ব্যক্তিবর্গ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অতিথিবৃন্দ কৃতীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবলু দেব নাথ, চান্দগাঁও ওয়ার্ড বিএনপির সদস্য সুকুমার নাথসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সৎসঙ্গের ভক্তবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ অনুসরণ করে নৈতিকতা, মানবিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আত্মনিয়োগের আহ্বান জানান।











