ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৬ - ৯:০০ অপরাহ্ন

শিরোনাম

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৩ জন, নাকচ ১৭

  • আপডেট: Tuesday, January 13, 2026 - 4:46 pm

নিজস্ব প্রতিবেদক।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রির্টানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের ওপর চতুর্থ দিনের শুনানি শেষ হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ৭০টি আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৩ জন। ১৭ জনের আপিল না মঞ্জুর করেছে ইসি, একজন অনুপস্থিত ছিলেন।

এদিকে, এদিন ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল হকের প্রার্থিতা অপেক্ষমাণ তালিকাভুক্ত ছিলো, পরে তা মঞ্জুর করা হয়েছে।

সরেজমিন, সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের ওপর শুনানি শুরু করে ইসি। এদিন বেশি ভাগ আপিলকারীই তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার পক্ষে যেসব যুক্তি তার বেশির ভাগই টেকেনি।

তবে দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এক শতাংশ ভোটারের সই সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নাকচ করছে ইসি।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। শনিবার শুরু হয়ে শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী-

আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।
নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি।
প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।
ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।