ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৬ - ১:৩৮ অপরাহ্ন

শিরোনাম

১০ ঘন্টা পরে নিয়ন্ত্রণে মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডের আগুন

  • আপডেট: Tuesday, January 13, 2026 - 9:54 am

মহেশখালী সংবাদদাতা।। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ ১০ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। তবে এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন ইউনিট বা বয়লারে কোনো ক্ষতি হয়নি এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে মহেশখালী, চকরিয়া এবং বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটসহ মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ কেন্দ্রের ভেতরের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লেগেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, আগুনের ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের কোনো ধরনের ক্ষতি হয়নি। আগুনের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন কাদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ক্র্যাপ ইয়ার্ড এলাকায় পথশিশুদের দৌরাত্ম্য রয়েছে। তাদের কোনো কার্যকলাপ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, স্ক্র্যাপ ইয়ার্ডটি বিদ্যুৎ কেন্দ্রের সীমানা প্রাচীরের ভেতরে পুকুর সদৃশ একটি কাঠামোর মধ্যে গড়ে তোলা। এখানে বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন অব্যবহৃত যন্ত্রাংশ ও সামগ্রী সংরক্ষণ করা হতো। স্ক্র্যাপ ইয়ার্ডটি মূল বিদ্যুৎ উৎপাদন বয়লার এলাকা থেকে তুলনামূলকভাবে নিরাপদ দূরত্বে অবস্থিত।