ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৬ - ৫:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

চট্টগ্রাম-সিলেটকে নিয়েই কোয়ালিফায়ারে রাজশাহী 

  • আপডেট: Monday, January 12, 2026 - 9:42 pm

ডেস্ক রিপোর্ট।। সিলেট পর্বের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে পাত্তাই দিল না রাজশাহী ওয়ারিয়র্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে রাজশাহী। তাতেই আজ সোমবার চট্টগ্রাম ও সিলেটকে সঙ্গে নিয়েই কোয়ালিফায়ার নিশ্চিত করলেন নাজমুল হোসেন শান্তরা।

ম্যাচের শুরুতে নেমে ১৩১ রান করে ঢাকা। জবাবে ২৩ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় নাজমুল হোসেন শান্তদের।

এই জয়ের পর পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে রাজশাহী। ৮ ম্যাচে তাদের সংগ্রহ সর্বোচ্চ ১২ পয়েন্ট। সমান ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই ও তিন নম্বরে অবস্থান চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানসের।