ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৬ - ৫:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

  • আপডেট: Monday, January 12, 2026 - 9:13 pm

নিজস্ব প্রতিবেদক।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমের কাছে তিনি এ তথ্য জানান।

 

আসিফ মাহমুদ বলেছেন, জোট করার জন্য এনসিপি অনেক ছাড় দিয়েছে। অন্যদেরও এই মানসিকতা থাকায় এই জোটটি হয়েছে। এই জোট ইনশাআল্লাহ এবার সরকার গঠন করবে।

তিনি আরও বলেন, যারা পদত্যাগপত্র দিয়েছেন তারা আমাদের অ্যাসেট। তাদের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি। এখনো একসঙ্গে কাজের সুযোগ আছে।

এ সময় জোটটিকে কোনো আদর্শিক জোট নয়, এটা স্ট্রেটেজিক একটি জোট বলেও মন্তব্য করেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির এই চেয়ারম্যান।