ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৬ - ৪:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

মানিকছড়িতে ৬০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ

  • আপডেট: Monday, January 12, 2026 - 7:42 pm

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি।
খাগড়াছড়ির মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজের দরিদ্র ৬০ জন শিক্ষার্থীর মাঝে পাঠ্যবই ও চার শতাধিক শিক্ষার্থীর মাঝে মেসার্স জামান এন্টারপ্রাইজের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে কলেজ ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও ওয়াদুদ ভুঁইয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জাকিয়া জিনাত বীথি।
কলেজ ছাত্রদলের সভাপতি মো. মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মো. মীর হোসেন, ওয়াদুদ ভুঁইয়া ফাউন্ডেশনের প্রধান সংগঠক ও সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিজানুর রহমান, জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান, সাবেক এমপি ওয়াদুদ ভুঁইয়ার মিডিয়া ম্যানেজার এম. এস. পারভেজ, কলেজের প্রভাষক নজরুল ইসলাম ও মেসার্স জামান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মাসুদ উজ জামান।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা। এ সময় জেলা, উপজেলা এবং বিভিন্ন পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।