রাজধানীর কুড়িল রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বিআরটিসি কাউন্টারের পেছনের ফুটপাত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে বয়স ২২ থেকে ২৫ হতে পারে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও পথাচারীদের ধারণা, ট্রেনের ধাক্কায় ওই যুবক মারা গেছেন।
ঘটনার পর পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক বেলা ১১টার দিকে ওই যুবককে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।











