গ্রামবাসীর যাতায়াতের জন্য কাঠের সেতু নির্মাণ করে দিল বিজিবি রাজনগর জোন
লংগদু (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির বরকল উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকার জনসাধারণের জীবনমান উন্নয়নে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর নিজস্ব অর্থায়নে কাঠের সেতু নির্মাণ করা হয়েছে।
সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকার জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিতভাবে নানারকম জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তারই ধারাবাহিকতায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে বিজিবি সদস্যদের নিরলস পরিশ্রমে রাঙামাটির বরকল উপজেলায় প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে লক্ষাধিক টাকা ব্যয়ে ৩৩টি কাঠের ব্রিজ নির্মাণ করেছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)।
এই ব্রিজ নির্মাণের ফলে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীসহ সীমান্তবর্তী সাধারণ জনসাধারণের দৈনন্দিন চলাচলে অভাবনীয় পরিবর্তন এসেছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনসাধারণ এই ব্রিজ ব্যবহার করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি বিপণন ও অন্যান্য দৈনন্দিন কার্যক্রমে দ্রুত এবং নিরাপদে চলাচল করতে পারবে।
স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান-কারবারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিবির এ ধরনের জনহিতকর কার্যক্রমের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা বলেন, বিজিবির এই উদ্যোগ শুধু যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেনি, বরং স্থানীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি বলেন,
“জনগণের নিরাপত্তা ও কল্যাণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা চাই সীমান্তবর্তী প্রতিটি গ্রাম উন্নয়নের ছোঁয়ায় এগিয়ে যাক এবং মানুষ শান্তিতে বসবাস করুক।”
তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।











