ঢাকা | জানুয়ারী ১১, ২০২৬ - ৪:৩০ অপরাহ্ন

সাজেক দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো বিজিবি

  • আপডেট: Saturday, January 10, 2026 - 7:31 pm

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৪ বিজিবি) বাঘাইহাট জোনের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) ৫৪ বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকীর উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় সাজেক বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মানিক উল্লাহ কর্তৃক সাজেক রুইলুই, কংলাক ও মাসালং ৯নং পাড়ায় হতদরিদ্র বসবাসরত নিগোষ্ঠী পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণকালে বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, এই প্রচণ্ড শীতে অসহায় গরিব ও দুস্থদের কথা চিন্তা করেই এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সীমান্তের সুরক্ষার পাশাপাশি ভবিষ্যতেও এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
উক্ত শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগী সকলেই বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।