দীঘিনালায় গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেটারনিটি ক্লিনিকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
মো. আল আমিন, দীঘিনালা।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেটারনিটি ক্লিনিকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দীঘিনালা বাস টার্মিনালের বিপরীত পাশে অবস্থিত গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেটারনিটি ক্লিনিকে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় মেডিসিন এবং গাইনি ও প্রসূতি বিভাগসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি প্যাথলজি বিভাগের সকল পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. আরিবা জাহাঙ্গীর এবং গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. সূবর্ণা শবনমসহ অন্যান্য চিকিৎসকরা।
গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেটারনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক প্রসিত চাকমা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।











