ঢাকা | জানুয়ারী ১১, ২০২৬ - ৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান

  • আপডেট: Friday, January 9, 2026 - 10:34 pm

নিজস্ব প্রতিবেদক।। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদ শূন্য হলে গঠনতন্ত্র অনুযায়ী উদ্যোগ নেয় বিএনপি। এ প্রেক্ষিতে দলের জাতীয় স্থায়ী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে শূন্য চেয়ারম্যান পদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে দলীয় গঠনতন্ত্র অনুসারে তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দলীয় সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকল এবং আগামী দিনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় নতুন দিকনির্দেশনা মিলবে।