ঢাকা | জানুয়ারী ১১, ২০২৬ - ২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

মিরপুরে বিদেশি পিস্তল-হেরোইনসহ চারজন গ্রেফতার

  • আপডেট: Friday, January 9, 2026 - 9:18 pm

জ্যেষ্ঠ প্রতিবেদক।। রাজধানীর পল্লবী থানা এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, প্রায় ৪৬ লাখ টাকার হেরোইনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় অভিযান চালানো বাড়িতে অবস্থানরত শাহজাদী বেগম ও তার তিন সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অপর তিনজন হলেন- বেলি (৩২), মো. রনি (৪০) এবং মো. ইসলাম (৪৫)।

পল্লবী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে মিরপুর ১২ নম্বর সেকশনের ব্লক-ডি এলাকায় শাহজাদী বেগমের দুই তলা বাড়িতে পল্লবী থানা পুলিশ ও মিরপুর সেনা ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বাড়ির নিচতলা থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৪৬০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা এবং পাঁচটি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৪৬০ গ্রাম হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৬ লক্ষ টাকা বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, শাহজাদী বেগম দীর্ঘদিন ধরে মিরপুর ও পল্লবীসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত। এলাকায় তিনি ‘মাদক সম্রাজ্ঞী’ নামে পরিচিত এবং তার বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।