ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৪ - ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম

সাভারের পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টকার মাছ নিধনের অভিযোগ

  • আপডেট: Saturday, November 18, 2023 - 12:27 pm

এইচ এম সাগর, সাভার : সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পুর্বহাটী এলাকায় একটি মাছের ঘের (পুকুরে) বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরের ছোট বড় অনেক ধরনের মাছ মরে ভাসছে। পানিতে ভাসা ও তলিয়ে থাকা মাছ লোকজনকে তুলে নিতে দেখা যায়। মাছ ছাড়াও পুকুরের পানিতে থাকা সাপ ও অন্যান্য কীটও মরে ভাসতে দেখা গেছে। পুকুর মালিক তানভির ও ফেরদৌসের দাবি, এতে তার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার ১৭ নভেম্বর বিকেলে পুকুরের পাশে থাকা একটি বিষ তৈরির কারখানার ময়লার টাংকিতে বিষাক্ত ময়লা পানি পরিষ্কার করেন সুইপার মাওলা নামে এক যুবক। সুইপার মাওলা বলেন, বাড়ির মালিক আনোয়ার ও সানোয়ার আমাকে ওই বাড়ি (বিষ কারখানা) বিষাক্ত ময়লার টাংকি পরিষ্কার করতে বলে। যেহেতু এই কাজ করে আমাকে জীবিকা নির্বাহ করতে হয়। তাই আমি ময়লা বিষাক্ত পানি সেচ পাম্পের মাধ্যমে পাশের পুকুরে ফেলে দেই। পরে জানতে পারি যে বিষাক্ত ময়লা পানির কারনে পুকুরের সব মাছ মরে যায়।
মৎস্যচাষি ফেরদৌস বলেন, এবার পুকুরে দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। কিন্তু পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি। জানাযায়, পুকুরের জমির মালিক মুক্তিযোদ্ধা আব্দুল গনি। মোট ৮৫ শতাংশ জায়গায় মুক্তিযোদ্ধা আব্দুল গনির ছেলে তানভির লেখা পরার পাশাপাশি মাছ চাষের উদ্যোগ নেয়। পরে তারভির ও ফেরদৌস মিলে ওই পুকুরে মাছচাষ করে। এদিকে পুকুরে থাকা বেশির ভাগ মাছ
বিষক্রিয়ায় মারা যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।