ঢাকা | জানুয়ারী ৮, ২০২৬ - ৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

গণঅভ্যুত্থানে শহীদ ১১৪ জনের লাশ উত্তোলন, পরিচয় শনাক্ত ৮

  • আপডেট: Monday, January 5, 2026 - 11:57 am

নিজস্ব প্রতিবেদক।। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ অজ্ঞাত ১১৪ জনের লাশ উত্তোলন করা হয়েছে। তাদের মধ্যে আটজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। সোমবার সকালে সিআইডি থেকে এ তথ্য জানা গেছে।

নিহতরা হলেন–শহীদ ফয়সাল সরকার, শহীদ পারভেজ বেপারী, শহীদ রফিকুল ইসলাম (৫২), শহীদ মাহিম, শহীদ সোহেল রানা, শহীদ আসানুল্লাহ, কাবিল হোসেন, রফিকুল ইসলাম (২৯)।

 

এর আগে গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশি আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ উত্তোলনের নির্দেশ দেন। পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদনটি করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মাহিদুল ইসলাম। এরপর ৭ ডিসেম্বর থেকে লাশ উত্তোলনের কাজ শুরু হয়।

গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত ১১৪ জন শহীদকে অজ্ঞাত পরিচয়ে মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছিল।