শনিবার উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডে মাতাব্বর বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠানেের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে আলোচনা সভায় মাদ্রাসার পরিচালক হাফেজ মো. অজিউল্লাহ ও প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।
এসময় শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। একইসঙ্গে কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা ও দ্বীনি শিক্ষায় গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ছবক দেয়া হয়। পরে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ধরনের আয়োজন দ্বীনি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।