ঢাকা | জানুয়ারী ২, ২০২৬ - ১০:২২ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খতমে কোরআন ও দোয়া মাহফিল

  • আপডেট: Friday, January 2, 2026 - 7:02 pm

মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।
রাঙামাটির বাঘাইছড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬ ইং) সন্ধ্যায় চৌমুহনী দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর সবুরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাঁজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বদিউল আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারীসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু বক্কর মামুন, পৌর যুবদলের সদস্য সচিব ওমর ফারুকসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয় এবং তার রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণে বিএনপির নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়।