ঢাকা | জানুয়ারী ২, ২০২৬ - ৭:১৪ অপরাহ্ন

খেজুরের রস পান করে ফেরার পথে লাশ হলেন দুই শিক্ষার্থী 

  • আপডেট: Friday, January 2, 2026 - 3:38 pm

 

মানিকগঞ্জ প্রতিনিধি।। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় খেজুরের রস পান করে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হয়েছেন। নিহতরা হলেন- মাহমুদুল হাসান মিরাজ (১৯) ও মোহাম্মদ ইউসুফ (১৫)। তারা দুজনই আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের সন্দীপ এলাকার বাসিন্দা।

 

আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের গেড়াদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা জেলার আশুলিয়ার সন্দীপ এলাকা থেকে ১২ থেকে ১৫ জনের একটি দল মোটরসাইকেলযোগে সিংগাইরে খেজুরের রস খেতে আসেন। রস পান শেষে সকালবেলা ফেরার পথে তাদের বহরে থাকা দুটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল দুটির আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই দুই তরুণ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত মিরাজ সম্প্রতি সাভারের সি এফ এম কলেজ থেকে মাধ্যমিক পরীক্ষা পাস করেন। অন্যদিকে ইউসুফ সাভার ডেইরি ফার্ম হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ও যাত্রীসহ অপর মোটরসাইকেলের কয়েকজন আরোহী আহত হলেও তাদের অবস্থা গুরুতর নয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, শীত মৌসুমে খেজুরের রস পান করতে আশপাশের গ্রামাঞ্চলে তরুণদের যাতায়াত বেড়ে যায়। তবে হেমায়েতপুর–সিংগাইর আঞ্চলিক সড়কে বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত এই সড়কে গতিসীমা নিয়ন্ত্রণ, ট্রাফিক নজরদারি ও সচেতনতামূলক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।