ঢাকা | জানুয়ারী ২, ২০২৬ - ৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম

সুপার ওভার রোমাঞ্চে রংপুরকে হারাল রাজশাহী

  • আপডেট: Thursday, January 1, 2026 - 11:43 pm

ডেস্ক রিপোর্ট।। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে রংপুর রাইডার্সকে হারাল রাজশাহী ওয়ারিয়র্স। সুপার ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে এক ওভারে মাত্র ৬ রান করে রংপুর। জবাবে মাত্র ৩ বল খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স।

 

এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করে রাজশাহী। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে রংপুর।

১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি রংপুর। ১১ বলে ১৬ রান করে আউট হন ওপেনার লিটন কুমার দাস।

দ্বিতীয় উইকেটে দলকে দারুণ জুটি উপহার দেন ডেভিড মালান ও তাওহীদ হৃদয়। এসময় দুজন মিলে গড়েন ১০০ রানের জুটি। তাতেই জয়ে ভিত পেয়ে যায় রংপুর। এই দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। তবে জয় নিয়ে ফিরতে পারেননি হৃদয়। অর্ধশতক পূরণের পর ৫৩ রানে আউট হন হৃদয়।

 

এদিকে কাইল মেয়ার্সকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন মালান। ফিফটির পূরণের পর মালান অপরাজিত থাকেন ৬৫ রানে। আর ১৫ রানে অপরাজিত থাকেন মেয়ার্স।

এর আগে ম্যচের শুরুতে ব্যাট করতে নামে রাজশাহী। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ওপেনার তানজিদ হাসান তামিম। ৬ বলে ২ রান করে ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরেছেন তিনি।

১২ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে রাজশাহীকে শক্ত ভিত গড়ে দেন শান্ত-ফারহান। ৩০ বলে ৪১ রান করে রানআউটে কাটা পড়েন অধিনায়ক। তাতে ভাঙে ৯৩ রানের জুটি।

শান্ত থিতু হয়ে ফিরলেও ফিফটি পেয়েছেন ফারহান। ৩৪ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবে ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৪৬ বলে ৬৫ রান করেছেন।

শান্ত-ফারহান ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি। মুশফিক-ইয়াসির আলিদের ব্যর্থতায় শক্ত ভিতের পরও বড় সংগ্রহ পায়নি দল।