ঢাকা | জানুয়ারী ২, ২০২৬ - ১২:১১ পূর্বাহ্ন

শিরোনাম

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • আপডেট: Thursday, January 1, 2026 - 8:49 pm
মো. আকতার হোসেন, ভোলা।। বোরহানউদ্দিন উপজেলার পৌর বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) আছর নামাজের পর কেন্দ্রীয় বাজার মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি মোনাজাতে অংশগ্রহণ করেন ভোলা–২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. নাছির উদ্দিন বাকলাই, সিনিয়র সহ-সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক শাহবুদ্দিন বাচ্চু, ক্যাশিয়ার মো. নিরব হোসেনসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কেন্দ্রীয় বাজার মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। মহান আল্লাহ তায়ালার কাছে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করার প্রার্থনা জানানো হয়।