ঢাকা | জানুয়ারী ১, ২০২৬ - ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম

ঈদগাঁওতে নতুন পাঠ্যপুস্তক পেল অর্থ শতাধিক শিক্ষার্থী

  • আপডেট: Thursday, January 1, 2026 - 8:10 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি ।

কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষা বর্ষের সরকারি পাঠ্য বই বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে ১ লা জানুয়ারি বৃহস্পতিবার বিনামূল্যের এসব পাঠ্য-পুস্তক হস্তান্তর করা হয়। বিভিন্ন বিষয়ের মোট নয়টি বইয়ের সমন্বয়ে একটি করে সেট তৈরির পর তা শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
এ সময় প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক, সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ খান, নুরুল কবির সহ অন্যান্য সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, বই বিতরণের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, অভিভাবক, অভিভাবিকা, কর্মচারী, এবং সংশ্লিষ্ট ক্লাসের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক জানান, বই আসা মাত্র সপ্তম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে চলতি শিক্ষা বর্ষের নতুন বই তুলে দেয়া হবে। এদিকে কোমলমতি শিক্ষার্থীরা নতুন বইয়ের সুঘ্রান পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে।