বাঘাইছড়িতে ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খতমে কোরআন ও দোয়া মাহফিল
মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( জানুয়ারি ২৬ইং) সন্ধ্যায় চৌমুহনী দলীয় কার্যালয়ে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে এ খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু।
এসময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিন্নাত তালুকদারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী।
উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউল আলম, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক ইউনুছ মানিক,সদস্য সচিব সোহেল রানা, কাচালং সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক ও সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ ৪৭ বছর ধরে গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারা আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক, তার আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয় এবং তার রাজনৈতিক জীবনের অবদান স্মরণ এবং পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ এবং ছাত্রদলের নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়।











