ঢাকা | জানুয়ারী ১, ২০২৬ - ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম

বছরের প্রথম দিন কাপ্তাইয়ে নতুন বই পেলেন শিক্ষার্থীরা

  • আপডেট: Thursday, January 1, 2026 - 6:56 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
কাপ্তাই উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল হতে স্ব-স্ব স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, উপজেলার ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক হতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান জানান, উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে।