ঢাকা | জানুয়ারী ১, ২০২৬ - ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

বাউফলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল 

  • আপডেট: Wednesday, December 31, 2025 - 8:49 pm
মো.রিয়াজ (বাউফল)।। পটুয়াখালীর বাউফলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার কালাইয়া বন্দরের বড় পুকুর পাড় এলাকায় কালাইয়া ইউনিয়ন জাতীয়তাবাদী শক্তির  ব্যানারে  এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন মাও. আল-আমিন। অনুষ্ঠানে খালেদা জিয়ার রাজনীতিক জীবনের সংগ্রাম সাফল্য তুলে ধরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালাইয়া ইউনিয়ন বিএনপির প্রবিণ নেতা আবুল হাসান মানসুর, কালাইয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মোহাম্মাদ, বিএনপি নেতা সোহরাব হাওলাদার, বাবুল প্যাদা, মোহাম্মদ আলী দুলু, সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা রাজন মানসুর প্রমুখ।