বান্দরবানে সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত
বান্দরবান প্রতিনিধি।
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় সাখাওয়াত হোসেন (৩০) নামে এক বাঙালি পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে বান্দরবান-নীলগিরি সড়কের ১৬ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নীলগিরি থেকে বান্দরবান শহরের দিকে আসার পথে একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে সিএনজিতে থাকা যাত্রী সাখাওয়াত হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাখাওয়াত হোসেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার খাগরিয়া ডাকঘরের নতুন চর খাগরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মোঃ হোসাইনের ছেলে।
প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, চালকের অসতর্কতা এবং ঢালু সড়কে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।











