ঢাকা | ডিসেম্বর ৩১, ২০২৫ - ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, December 31, 2025 - 7:18 pm

বান্দরবান প্রতিনিধি।

বুধবার (৩১ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার জেলা কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহসভাপতি ইমরান হোসাইন নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি ও বান্দরবান-৩০০ সংসদীয় আসনের হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি জাবেরুল ইসলাম ইমন।
সম্মেলনে সংগঠনের ২০২৬ সেশনের জন্য নতুন জেলা কমিটির দায়িত্ব বণ্টন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করা হয় এম লোকমান হাকিমকে। সহসভাপতি হিসেবে মনোনীত হন মোঃ তারেকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান আবিদ বিন ওমর। সম্মেলনে বক্তারা ইসলামী ছাত্র আন্দোলনের আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান।