ঢাকা | ডিসেম্বর ৩১, ২০২৫ - ৯:৫৬ অপরাহ্ন

শিরোনাম

জমিয়াতুল ফালাহ মাঠে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

  • আপডেট: Wednesday, December 31, 2025 - 6:09 pm

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে আয়োজিত এই জানাজায় বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

জানাজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগ ও অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জানাজার কার্যক্রম সম্পন্ন হয়। গায়েবানা জানাজায় অংশগ্রহণের মাধ্যমে নেতাকর্মী ও মুসল্লিরা বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রকাশ করেন।