ঢাকা | ডিসেম্বর ৩১, ২০২৫ - ২:১০ অপরাহ্ন

শিরোনাম

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক: দুদিন পেছালো বাণিজ্য মেলা

  • আপডেট: Wednesday, December 31, 2025 - 10:26 am

নিজস্ব প্রতিবেদক।। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত দেওয়ায় মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) দুদিন পেছানো হয়েছে। শুরু হচ্ছে আগামী ৩ জানুয়ারি। এ অবস্থায় শেষ মুহূর্তের ব্যস্ততায় সময় পার করছেন ব্যবসায়ীরা। দম ফেলার যেন ফুসরত নেই। এখনও সাজানো হচ্ছে বিভিন্ন স্টল।

এটি ডিআইটিএফের ৩০তম আসর। মেলার যৌথ আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। পূর্বনির্ধারিত ১ জানুয়ারির পরিবর্তে আগামী ৩ জানুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 

এবারের মেলার আনুষ্ঠানিক নাম রাখা হয়েছে ‘৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৬।’

ইপিবি সূত্রে এ তথ্য জানা গেছে। সংস্থাটি জানায়, রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে এবং সরকার ঘোষিত শোক কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্বোধনী তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।