ঢাকা | ডিসেম্বর ৩১, ২০২৫ - ২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

ছোট্ট মাহিদের অদম্য শ্রদ্ধা: শহীদ ওসমান হাদীর কবরে এক আবেগঘন যাত্রা

  • আপডেট: Tuesday, December 30, 2025 - 10:08 pm

নিজস্ব প্রতিবেদক।। ​জুলাই বিপ্লবের বীর শহীদ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর আত্মত্যাগ স্পর্শ করেছে ৫ বছর ৬ মাস বয়সী শিশু মাহিদ ইসলামকেও।

আজ মঙ্গলবার শিশু মাহিদ ও তার বাবা আসেন হাদির কবর জিয়ারত করতে। এদিন সকালে ঘুম থেকে উঠেই মাহিদের জেদ-সে তার ‘হাদী ভাইয়াকে’ দেখতে যাবে, তাঁর কবর জিয়ারত করবে। পরে কবরের কাছে পৌঁছে মাহিদ ও তার বাবা দেখতে পান প্রচুর ভিড় এবং নিরাপত্তার কারণে পুলিশের কড়াকড়ি। কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু মাহিদ ছিল তার সিদ্ধান্তে অনড়। সে পিছু হটে যাওয়ার পাত্র নয়। নিজের অদম্য আগ্রহ আর শিশুসুলভ সাহসিকতায় সে নিজেই পুলিশের সাথে কথা বলে এবং ভেতরে যাওয়ার অনুরোধ জানায়।

​মাহিদের এই অকৃত্রিম ভালোবাসা আর দৃঢ়তা দেখে কর্তব্যরত পুলিশ সদস্যরাও আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাকে প্রবেশের অনুমতি দেন। মাহিদের উছিলায় তার বাবাও সুযোগ হয় কবরের কাছে যাওয়ার। ৫ বছরের একটি শিশুর এই দেশপ্রেম আর শহীদের প্রতি শ্রদ্ধা আমাদের শিখিয়ে দেয় যে, বীরত্বের কোনো বয়স হয় না।