ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৫ - ১০:২২ অপরাহ্ন

শিরোনাম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাঙামাটিতে শোক

  • আপডেট: Tuesday, December 30, 2025 - 6:52 pm

রাঙামাটি প্রতিনিধি।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর এই চলে যাওয়ায় সারা দেশের পাশাপাশি পার্বত্য জেলা রাঙামাটিতেও নেমে এসেছে গভীর শোক।
খবরটি ছড়িয়ে পড়তেই রাঙামাটির হাজী ধনমিয়া পাহাড় এলাকায় নীরবতা ও বিষণ্নতা দেখা যায়। অনেকেই মসজিদে এসে দোয়া করেন, কেউ কেউ স্মরণ করেন দেশের রাজনীতিতে তাঁর দীর্ঘ পথচলার কথা। পাহাড়ি এই জনপদেও মানুষ তাঁকে একজন সাহসী ও দৃঢ়চেতা রাজনৈতিক নেত্রী হিসেবেই মনে রাখছেন।
হাজী ধনমিয়া পাহাড় জামে মসজিদের সভাপতি মোঃ আব্দুল জলিল শোক প্রকাশ করে বলেন, “আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া চাই।”
পার্বত্য জেলা রাঙামাটির বিভিন্ন এলাকায়, বিশেষ করে হাজী ধনমিয়া পাহাড় অঞ্চলের মসজিদ ও ঘরে ঘরে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মুসল্লি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করছেন। অনেকেই মনে করছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে একজন অভিজ্ঞ ও সাহসী নেতৃত্বের অবসান ঘটেছে। পাহাড়ি জনপদের মানুষের মুখে মুখে আজ শোকের কথা, স্মৃতির কথা আর দোয়ার আহ্বান—যেন নীরব পাহাড়ও এই বিদায়ের ভার বয়ে বেড়াচ্ছে।