ঢাকা | নভেম্বর ২১, ২০২৪ - ৮:৪০ অপরাহ্ন

গাইবান্ধায় তৈল জাতীয় ফসল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ 

  • আপডেট: Saturday, November 11, 2023 - 2:52 pm

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধা জেলার সর্বত্র তৈল জাতীয় ফসল চাষ শুরু হয়েছে। এরমধ্যে রয়েছে সরিষা, চিনা বাদাম, সয়াবিন, তিল, তিষি ও সুর্যমুখী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাইবান্ধা অফিস জানিয়েছে, এবারে জেলায় ১৮ হাজার ১৭৯ হেক্টরে সরিষা, ২ হাজার ৭০ হেক্টরে চিনা বাদাম, ২০ হেক্টরে সয়াবিন, ১৩০ হেক্টরে তিল, ২৫ হেক্টরে তিষি এবং ৭৫ হেক্টরে সূর্যমুখী চাষের কর্মসূচী নেয়া হয়েছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় এসব ফসল চাষ শুরু হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জিত হলে এবং আবহাওয়া অনুকুলে থাকলে এ মৌসুমে জেলায় ২৪ হাজার ৫৪২ মে. টন সরিষা, ৫ হাজার ৩৮২ মে. টন চিনা বাদাম, ১৩০ মে. টন তিল, ২৫ মে. টন তিষি, ১৫৭ মে. টন সূর্যমুখী এবং ৪০ মে. টন সয়াবিন উৎপাদিত হবে বলে কৃষি বিভাগ আশা করছে।