চন্দ্রঘোনায় সিসিএইচপি-এর উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (সিসিএইচপি)-এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় হাসপাতালের সিসিএইচপি প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়ন, বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়ন, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এবং রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের হেডম্যান, জনপ্রতিনিধি, ইউনিয়নের গ্রাম উন্নয়ন প্রতিনিধি ও যুব প্রতিনিধিরা অংশ নেন।
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, যেকোনো দুর্যোগ এলে প্রথমে আমাদের চারটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে। প্রথমত প্রস্তুতি, তারপর প্রতিরোধ ও প্রশমন এবং সবশেষে পুনর্বাসন। অপরিকল্পিত বনায়ন ও বৃক্ষনিধনের ফলে আমরা প্রকৃতির অনেক ক্ষতি করছি।
সিসিএইচপি-এর প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সভাপতিত্বে এবং সিসিএইচপি-এর কমিউনিটি হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর উসংবাই মারমার সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩২১ নম্বর রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী এবং বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার-এর কাপ্তাই উপজেলার সহকারী প্রোগ্রাম ম্যানেজার জেনিফার অজান্তা তঞ্চঙ্গ্যা।











