সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম সমিতির শোক
নিজস্ব প্রতিবেদক।
বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন প্রতীক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি। আজ ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার ভোর ৬টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
পার্বত্য চট্টগ্রাম সমিতির সভাপতি, প্রথিতযশা সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব এ এইচ এম ফারুক, সিনিয়র সহ-সভাপতি জনাব মিতায়ন চাকমা এবং সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন ভূইয়া সংগঠনের পক্ষে এক যৌথ বিবৃতির মাধ্যমে শোক প্রকাশ করেন।
এক শোকবার্তায় তাঁরা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার এবং এ দেশের গণতন্ত্র রক্ষার অতন্দ্র প্রহরী। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকারপ্রধান। তাঁর মৃত্যুতে জাতি এক মমতাময়ী অভিভাবক ও সাহসী নেতৃত্বকে হারালো। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা এবং পাহাড়ের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে তাঁর যে দরদ ও অবদান, তা পার্বত্যবাসী চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
শোকবার্তায় আরও উল্লেখ করেন, “পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা-এর সকল সদস্য ও পার্বত্যবাসীর পক্ষ থেকে আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”











