দুর্ঘটনায় পা কেটে ফেলার পরও হজ্জ পালনে মক্কায় মুহাম্মদ শফিক
অনলাইন ডেস্ক: দুর্ঘটনায় এক পা হারিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্য পাকিস্তান থেকে মক্কায় এসেছেন মুহাম্মদ শফিক। দীর্ঘদিনের আশা পূরণ হতে যাচ্ছে ৪৩ বছর বয়সী এই ব্যক্তির। জীবনযুদ্ধের সব প্রতিবন্ধকতা পেরিয়ে আশা-আকাঙ্ক্ষা মানুষকে সামনে এগিয়ে নেয়। তাঁরই প্রমান মুহাম্মদ শফিক।
জানা যায়, ৩০ বছর আগে বাস দুর্ঘটনায় তার পা কেটে ফেলা হয়। তবে এক পা নিয়ে শত বাধার পরও হজের স্বপ্ন বাস্তবায়নে অনড় ছিলেন তিনি। আত্মিক মনোবল ও দৃঢ় প্রত্যয় তাকে নিরাপদে মক্কায় পৌঁছে দেয়। এখন তিনি মক্কায় অবস্থান করছেন।
অপেক্ষার প্রহর গুনছেন শান্তিপূর্ণভাবে হজ পালনের।
সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে শফিক বলেছেন, ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজ করতে আমি অনেক দিন ধরে অর্থ জমিয়েছি। আল্লাহর বিশেষ অনুগ্রহে এ বছর আমি হজ করব। একটি পা আমাকে হতাশ না করে দীর্ঘ এ যাত্রায় অবিচল রেখেছে।
নিজ চোখে কাবাঘর দেখার অনুভূতি বর্ণনাতীত। এখন আমি হজের কার্যক্রম শুরু হওয়ার অপেক্ষায় রয়েছি। ক্রাচের সাহায্যে জামারায় পাথর নিক্ষেপসহ সব কাজ সম্পন্ন করব।’
আগামী ২৭ জুন পবিত্র হজের কার্যক্রম শুরু হবে। করোনার দীর্ঘ তিন বছর পর এবারই প্রথম সর্ববৃহৎ হজে অংশ নেবেন ২০ লাখের বেশি মুসলিম।
ইতিমধ্যে আকাশ, স্থল ও নৌপথযোগে সৌদি আরবে এসে পৌঁছেছেন ১৩ লাখ ৪২ হাজার ৩৫১ হজযাত্রী।
সূত্র : আল-আরাবিয়া