চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন জসীম উদ্দিন আহমদ
নুরুল আলম | চন্দনাইশ
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি মো. জসীম উদ্দিন আহমদ। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় সূত্রে তার মনোনয়ন চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোট ১২ জন। তারা হলেন—
এডভোকেট নাজিম চৌধুরী, ড. মহসীন জিল্লুল করিম, ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী আবদুচ ছালাম মামুন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা এম এ হাশেম রাজু, চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ চট্টগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সিআইপি শফিকুল ইসলাম রাহী, চন্দনাইশ দক্ষিণ জেলা বিএনপির দুর্দিনের পরীক্ষিত সংগঠক ইখতিয়ার হোসেন, সিআইপি খন্দকার এম এ হেলাল, সাবেক উপজেলা বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা এম জাকের হোসেন চৌধুরী, এহছানুল মৌলা এবং অতীতে এই আসনে বিএনপির প্রার্থী এডভোকেট মিজানুল হক চৌধুরী।
মনোনয়নপ্রাপ্ত জসীম উদ্দিন আহমদ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি কক্সবাজারের রামাদা হোটেলের স্বত্বাধিকারী এবং অতীতে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ ও সংসদ সদস্য হওয়ার মানসিকতা থেকেই তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় থাকায় তিনি প্রথমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে শেষ পর্যন্ত সকল হিসাব-নিকাশ ও রাজনৈতিক সমীকরণ পাল্টে গিয়ে রোববার সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে তার নাম চূড়ান্ত করা হয়।
এই মনোনয়ন ঘোষণার পর বিএনপির অভ্যন্তরে এবং সাধারণ জনগণের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখলেও, আবার অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীর মনোনয়ন না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, জসীম উদ্দিন আহমদের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ ও সুসম্পর্ক রয়েছে বলে স্থানীয়ভাবে আলোচিত। অতীতে তিনি ক্ষমতাসীন উচ্চ মহলের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন এবং দক্ষিণ চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবেও যুক্ত ছিলেন বলে জানা গেছে।










