ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৫ - ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

বাঙ্গালহালিয়াতে কর্লিয়া প্রকল্পের আওতায় অন্তর্ভুক্তিমূলক স্থানীয় সভা অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, December 28, 2025 - 8:43 pm

মোঃ সুমন খান, রাঙ্গামাটি :

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহিয়া ইউনিয়নে সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা বৃদ্ধি ও টেকসই জীবিকায়ন নিশ্চিত করার লক্ষ্যে কর্লিয়া (Community Resilience – Locally Led Inclusive Action) উদ্যোগে একটি অন্তর্ভুক্তিমূলক মাঠ দিবস ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুদুমছড়া উপর পাড়ায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে এবং VERF (উপজেলা কমিউনিটি রেসিলিয়েন্স ফ্যাসিলিটেটর) এর উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।

লোকাল রেসিলিয়েন্স ফ্যাসিলিটেটর মাসুল চিং মারমা, আথুই তংচঙ্গ্যা ও মাসিনূ মারমার সভাপতিত্বে এবং লেলিনা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন, রাজস্থলী উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা, রাজস্থলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান এবং প্রেসক্লাবের অর্থ সম্পাদক নুসরাত জাহান নিশু। এছাড়াও উপস্থিত ছিলেন অংচা মারমাসহ এলাকার বিভিন্ন গ্রামের কৃষক-কৃষাণিরা।

সভা শেষে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে কলা চাষ, ধান চাষ, শুকর ও মুরগি পালন, জৈব সার প্রস্তুত পদ্ধতিসহ বিভিন্ন কৃষিভিত্তিক ও আয়বর্ধক কার্যক্রমের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ পাহাড়ি এলাকার কৃষকদের স্বনির্ভরতা ও জীবিকায়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।