পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ
খাগড়াছড়ি প্রতিনিধি ।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ফাতেমা নগর এলাকা থেকে অবৈধভাবে কর্তন করা বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৮ ডিসেম্বর ) রাত সাড়ে ১২ টার দিকে নায়েব সুবেদার মোঃ তুষার হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহল অভিযানে প্রায় ৫০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠ পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পানছড়ি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট বন বিভাগ অফিস নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।











