রাইখালী নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত উঃ নাইন্দাওয়ান্সা মহাথেরোর জীবনাবসান
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
চলে গেলেন রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারের পুজনীয় অধ্যক্ষ এবং রাইখালী ইউনিয়নের সর্বোচ্চ বয়স্ক বর্ষাধারী ও উপসংঘনায়ক ভদন্ত উঃ নাইন্দাওয়ান্সা মহাথেরো। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম রয়েল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উয়ে সুয়ে চৌধুরী (মিশুক)।
হেডম্যান আরও জানান, ভদন্ত উঃ নাইন্দাওয়ান্সা মহাথেরো তাঁর ভিক্ষু জীবনে ৬০টি বর্ষাবাস সম্পন্ন করেছেন।
২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, অ্যাম্বুলেন্সে করে প্রয়াত ভান্তের মরদেহ চট্টগ্রাম থেকে বিহারে আনা হচ্ছে। পরবর্তীতে বিহার কমিটি, পুজনীয় ভিক্ষু সংঘ এবং দায়ক-দায়িকাদের সিদ্ধান্ত মোতাবেক তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া কার্যক্রমসহ নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।











