ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৫ - ৮:২৭ অপরাহ্ন

শিরোনাম

লামা ধুইল্যাপাড়া ‘রফিক হান্নান’ হেফজ ও এতিমখানার বার্ষিক সভা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, December 27, 2025 - 4:16 pm

লামা (বান্দরবান) প্রতিনিধি।
লামা উপজেলার সর্ব পশ্চিম উত্তরে সরই ইউনিয়নস্থ ‘ধুইল্যাপাড়া রফিক হান্নান হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২৫’ অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার (২৭ ডিসেম্বর) ধুইল্যাপাড়া মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও স্কুল কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।

পরিচালনা কমিটির সহসভাপতি মোঃ আবছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন লামা প্রেসক্লাবের সেক্রেটারি মুহাম্মদ কামরুজ্জামান। এই উপলক্ষে আয়োজিত মাহফিলে উদ্বোধনী আলোচনা ও তাফসির করেন আধুনগর আকতারিয়া মাদরাসার সাবেক সুপার হযরত মাওলানা মুহাম্মদ আনোয়ারুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন খতিব হযরত মাওলানা মোজাম্মেল হক এবং হযরত মাওলানা খতিব আবদুল জব্বার সাহেব।
দ্বিতীয় অধিবেশনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম। শিক্ষক মোঃ নোমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মোঃ শেফায়েত, প্রতিষ্ঠান প্রধান মাওলানা জসিম উদ্দিন, মোঃ ফরিদ, মোঃ নোমান–২, মোঃ রাসেল ও মোঃ রশীদ।
শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী হাফেজ ও ছাত্রদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।