ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৫ - ৮:২৮ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী শতবর্ষী চিংম্রং বৌদ্ধ বিহারের তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট: Saturday, December 27, 2025 - 4:14 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী চিংম্রং বৌদ্ধ বিহারের নির্মাণাধীন তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই সড়কসংলগ্ন চিংম্রং বড় কিয়ং ঘাটে বিহারের পূজনীয় ভিক্ষু সংঘ মঙ্গলসূত্র পাঠের মাধ্যমে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে মংসুইপ্রু মারমা, ক্যওজমং চৌধুরী, উথোয়াই মং মারমা, মংসুইউ মারমা, পাসুইউ মারমা, চচা অং মারমা সহ দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।
দায়ক মংসুইপ্রু মারমা বলেন, এই তোরণ নির্মাণে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ সহযোগিতা করছেন।
প্রসঙ্গত, কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নে ১৯২৫ সালে এই বিহারটি প্রতিষ্ঠা করা হয়।