ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৫ - ৩:১৪ অপরাহ্ন

ফরিদপুরে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

  • আপডেট: Saturday, December 27, 2025 - 11:45 am

ফরিদপুর প্রতিনিধি।। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ এলাকায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুউজ্জামান।

 

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ এলাকায় একটি ট্রাকের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং দুজন মারাত্মকভাবে আহত হন।

 

 

দুর্ঘটনার পর ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

 

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রাকিবুউজ্জামান বলেন, ‘শনিবার ভোরে মনসুরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অ্যাম্বুলেন্স রাস্তার পাশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’