ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৫ - ৩:১০ অপরাহ্ন

সেন্টমার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ড: অগ্নিদগ্ধ হয়ে ক্রুর মৃত্যু

  • আপডেট: Saturday, December 27, 2025 - 11:31 am

কক্সবাজার প্রতিনিধি।। কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নুর কামাল (৩৫) নামে জাহাজটির একজন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। নিহত নুর কামালের বাড়ি টেকনাফ উপজেলায় বলে জানা গেছে।

 

আজ (২৭ ডিসেম্বর) শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।

 

তিনি জানান, প্রতিদিনের মতো পর্যটক নিয়ে সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্যে সকাল ৭টার দিকে জাহাজটি ঘাটের দিকে আসছিল। এ সময় হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং লেলিহান শিখা দেখা যায়। পরে উদ্ধারকারী দল জাহাজ থেকে ১৬ জন ক্রু সদস্যকে উদ্ধার করে।

 

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটক ওঠার বিষয়টি তদারক করতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘাট এলাকায় উপস্থিত ছিলেন। ঠিক সেই সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আগুনে জাহাজটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার আগে কোনো পর্যটক জাহাজে ওঠেননি।

 

এদিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অগ্নিকাণ্ডের সময় ঘাট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।