বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট
বান্দরবান প্রতিনিধি।
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন সিএইচটি সম্প্রীতি জোট।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে সিএইচটি সম্প্রীতি জোট এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা স্ট্যাটাসে সিএইচটি সম্প্রীতি জোট লেখেন, শুভ বড়দিন খৃষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দিনটি উপলক্ষে সিএইচটি সম্প্রীতি জোট পক্ষ থেকে বাংলাদেশসহ সারাবিশ্বের খৃষ্টান সম্প্রদায়কে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের প্রতেক্যের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।
ক্ষমা, করুণা, মানবপ্রেমের দিশারী মহান যিশুখ্রিস্ট এদিনে পৃথিবীতে আবির্ভূত হন মন্তব্য করে সিএইচটি সম্প্রীতি জোট বলেন, খৃষ্ট ধর্মাবলম্বীদের কাছে এ দিনটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। পৃথিবীতে এসেছিলেন মানুষে মানুষে সম্প্রীতির মহাবার্তা নিয়ে। সব ধর্মের মূল কথাই হচ্ছে-মানুষের সেবা ও কল্যাণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও দশের কল্যাণে একযোগে কাজ করতে হবে।
সিএইচটি সম্প্রীতি জোট আরও বলেন, বিশ্বের একটি বড় জনগোষ্ঠী যিশুখ্রিস্টের ধর্ম ও দর্শনের অনুসারী। যুগে যুগে মহামানবগণ নিঃস্বার্থ আত্মনিবেদনের মাধ্যমে মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলার পথপ্রদর্শক হয়েছিলেন। তারা মানুষকে অনুপ্রাণিত করেছিলেন অসত্যের বিনাশ সাধন করে উন্নত নৈতিক উৎকর্ষতা অর্জনের মধ্য দিয়ে সমষ্টিগত সুখময় জীবন গড়ে তুলতে। মহান যিশুখ্রিস্টও একইভাবে তার অনুসারীদের নিরলস একনিষ্ঠভাবে মানবপ্রেমে উদ্বুদ্ধ করেছেন। শুভ বড় দিন একটি সর্বজনীন ধর্মীয় উৎসব।











