ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৫ - ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম

সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড়, খালি নেই রিসোর্ট-কটেজ

  • আপডেট: Thursday, December 25, 2025 - 6:54 pm

মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।
টানা তিন দিনের লম্বা ছুটিতে সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিনের ছুটি বৃহস্পতিবার থেকে এবং সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার।
বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮ শত ফুট উচ্চতায় অবস্থিত সাজেক ভ্যালিতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। খালি নেই কোনো রিসোর্ট-কটেজ।
টানা ছুটিকে কেন্দ্র করে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হাজারো মানুষ ভিড় করছে সাজেকে। জানা যায়, বৃহস্পতিবার সাজেকের উদ্দেশ্যে খাগড়াছড়ি থেকে প্রায় ২৫০টি ছোট-বড় গাড়ি ছেড়ে যায়।
পর্যটকদের ভিড়ে ব্যস্ত সময় পার করছেন হোটেল, রেস্তোরাঁ, কটেজ ও রিসোর্টের ব্যবসায়ীরা। অনেকেই আবার রুম না পেয়ে খোলা জায়গায় তাবু গেড়ে রাত যাপন করছেন।
রিসোর্ট-কটেজ মালিক সমিতি সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সাজেক ভ্যালিতে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। রিসোর্ট-কটেজগুলোর সব কক্ষ ভাড়া হয়ে গেছে। তবে কক্ষ বুকিং না নিয়ে অনেক পর্যটক বেড়াতে গিয়েছেন। তাঁরা রিসোর্ট-কটেজের কক্ষগুলোতে গাদাগাদি করে রাত কাটিয়েছেন। আজ বৃহস্পতিবার সব কক্ষ আগাম বুকিং হয়েছে। এরপরও বুকিং ছাড়া সকাল সাড়ে ১০টা ও বেলা ৩টায় আরও অনেক পর্যটক সাজেকে এসেছেন।